Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাকরির দাবিতে আন্দোলনে ভূমিহারা কল্যাণ সমিতি

চাকরির দাবিতে আন্দোলনে ভূমিহারা কল্যাণ সমিতি

Movement


মঙ্গলবার দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পে জমিদাতাদের পঁয়তাল্লিশ জনকে গ্রুপ ডি পদে নিয়োগপত্র দিয়েছে বীরভূম জেলা প্রশাসন । বুধবার চাকরির দাবিতে পথে নামলো
বক্রেশ্বর ভূমিহারা কল্যাণ সমিতি । 


বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার সময় জমি দিয়েছিল কিন্তু তাদের এখনো চাকরি দেওয়া হয় নি । বহুবার প্রশাসনের কাছে গেলেও সুরাহা হয়নি । জাম্বুনি থেকে পদযাত্রা করে তাপবিদ্যুৎ জিএম বিল্ডিং যাওয়ার গেটের সামনে অবস্থানে বসে ভূমিহারা কল্যাণ সমিতির সদস্যরা । 


তাদের অভিযোগ, "ছয়মাসের ট্রেনিং করিয়ে এখন চাকরি দিচ্ছে না ।" পরে ছয় সদস্যের এক প্রতিনিধি দল জিএমর সঙ্গে দেখা করে । বৃষ্টি উপেক্ষা করে চলে আন্দোলন । বিপ্লব দাস,ইন্দ্রজিৎ দাস বৈরাগ্য,মনিমালা মন্ডলরা বলে, "জিএম আমাদের আশ্বাস দিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ছয়নং ইউনিট হলে বেশ কিছু কর্মসংস্থান করা হবে । পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের জলাধারে সোলার প্যানেল বসবে সেখানে কিছু কর্মসংস্থান হবে । দক্ষতা বৃদ্ধির জন্য জব ফেয়ারে অংশগ্রহণ করতে বলে ।" 


পরের মাসে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভূমিহারা কল্যাণ সমিতির সদস্যরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে সিউড়ি সদর সিআই সুব্রত ইন্দ্র,সদাইপুর থানার ওসি মহম্মদ মিখাইল মিঞা সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code