চাকরির দাবিতে আন্দোলনে ভূমিহারা কল্যাণ সমিতি

Movement


মঙ্গলবার দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পে জমিদাতাদের পঁয়তাল্লিশ জনকে গ্রুপ ডি পদে নিয়োগপত্র দিয়েছে বীরভূম জেলা প্রশাসন । বুধবার চাকরির দাবিতে পথে নামলো
বক্রেশ্বর ভূমিহারা কল্যাণ সমিতি । 


বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার সময় জমি দিয়েছিল কিন্তু তাদের এখনো চাকরি দেওয়া হয় নি । বহুবার প্রশাসনের কাছে গেলেও সুরাহা হয়নি । জাম্বুনি থেকে পদযাত্রা করে তাপবিদ্যুৎ জিএম বিল্ডিং যাওয়ার গেটের সামনে অবস্থানে বসে ভূমিহারা কল্যাণ সমিতির সদস্যরা । 


তাদের অভিযোগ, "ছয়মাসের ট্রেনিং করিয়ে এখন চাকরি দিচ্ছে না ।" পরে ছয় সদস্যের এক প্রতিনিধি দল জিএমর সঙ্গে দেখা করে । বৃষ্টি উপেক্ষা করে চলে আন্দোলন । বিপ্লব দাস,ইন্দ্রজিৎ দাস বৈরাগ্য,মনিমালা মন্ডলরা বলে, "জিএম আমাদের আশ্বাস দিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ছয়নং ইউনিট হলে বেশ কিছু কর্মসংস্থান করা হবে । পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের জলাধারে সোলার প্যানেল বসবে সেখানে কিছু কর্মসংস্থান হবে । দক্ষতা বৃদ্ধির জন্য জব ফেয়ারে অংশগ্রহণ করতে বলে ।" 


পরের মাসে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভূমিহারা কল্যাণ সমিতির সদস্যরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে সিউড়ি সদর সিআই সুব্রত ইন্দ্র,সদাইপুর থানার ওসি মহম্মদ মিখাইল মিঞা সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল ।