নিজেদের জন্মদিনের আনন্দ ভাগ করে নিল সহপাঠীদের সঙ্গে
সিউড়ি একনং ব্লকের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিটিউশনের মিড-ডে-মিলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত 'তিথিভোজন'-র অনুষ্ঠান । মূলত শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কোন শুভ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র - ছাত্রীদের সামিল করার উদ্দেশ্যে বিদ্যালয়ের মিড-ডে- মিলের সাথে তিথি ভোজনের আয়োজন করে থাকে । এই অনুষ্ঠানে মিড-ডে-মিলের সাথে আলাদা করে মিষ্টি , মাংস কিংবা পায়েসের ব্যবস্থা করা হয় । সেখান থেকেই উৎসাহিত হয়ে এবার চারজন ছাত্রী তাদের জন্মদিনে নিজেদের জমানো টাকা থেকে তাদের বাকি সহপাঠীদের 'তিথি ভোজন'-র আয়োজন করল ।
অষ্টম শ্রেণীর চার ছাত্রী - ঈশিকা ধীবর, পাপিয়া দাস, মধুমিতা অংকুর, মনি অংকুর তাদের জন্মদিনে সহপাঠীদের সাথে মিড-ডে-মিলের 'তিথি ভোজন'-র মিষ্টির আয়োজন করেছিল ।
তিথিভোজন শেষে চারজনই জানালো, "বন্ধুদের সাথে জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা ।"
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহা বলেন, "চারজন ছাত্রী টিফিনের জমানো টাকা থেকে তাদের জন্মদিনে সহপাঠীদের খাওয়াবে বলে আবদার করছিল । ছোট ছোট এই পদক্ষেপগুলিই আমাদের আমিত্বের বন্ধন থেকে মুক্ত করে মানবিক হতে সাহায্য করে ।"
0 মন্তব্যসমূহ
thanks