Big Breaking: প্রেসিডেন্ট নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন জো বাইডেন

Joe Biden


বাকি আর মাত্র চারটা মাস আর তারপরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে দূরে সড়লেন জো বাইডেন।


নিজের এক্স হ্যান্ডলে বাইডেন লিখেছেন, “দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমার সরে দাঁড়ানো প্রয়োজন। আমার মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠ ভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই।” 


দেশবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর কথা জানিয়েছেন। নভেম্বরের নির্বাচনে তাঁরই লড়ার কথা ছিল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। 


বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত বলে ইঙ্গিত দিয়েছেন। দলের তরফ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি। কমলা হ্যারিস ছাড়াও দৌড়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও।


৮১ বছর বয়সি বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও তাঁকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়। তবে কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়ার পরেই তাঁকে প্রার্থিপদ থেকে সরানোর দাবি জোরালো হয়। ওই বিতর্কসভায় বাইডেনের আচরণ অসংলগ্ন ছিল বলে দাবি। ট্রাম্পের একাধিক দাবির উত্তর তিনি সঠিক ভাবে সাজাতে পারেননি বলেই দাবি। 


বর্তমানে কোভিড সংক্রমণ ধরা পড়েছে বাইডেনের। তিনি গৃহবন্দি রয়েছেন। বাইডেন সরে দাঁড়ানোয় কমলা হ্যারিসের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পথ আরও প্রশস্ত হল।