বোলিং কোচ নিয়ে অব্যাহত ডামাডোল! অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষনা বোর্ডের 

Cricket


২৭ জুলাই থেকে শ্রীলঙ্কা সফরে খেলতে নামবে ভারত। তার আগে তড়িঘড়ি বোলিং কোচের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। তবে পূর্ণ সময়ের জন্য নয়। অন্তর্বর্তীকালীন বোলিং কোচের নাম ঘোষণা করলো বিসিসিআই। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবেই কাজ করবেন প্রাক্তন ভারতীয় স্পিনার। কেবলমাত্র শ্রীলঙ্কা সফরের জন্য সাইরাজ বাহুতুলের নাম ঘোষণা করল বিসিসিআই।

বোলিং কোচ নিয়ে ডামাডোল অব্যাহত। জানা যায়, বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বিনয় কুমারকে বোলিং কোচ হিসেবে চেয়েছেন কিন্তু সেই প্রস্তাব বাতিল করেছে বিসিসিআই। আরও জানা গিয়েছে, গম্ভীর (Goutam Gambhir) ভারতীয় দলের কোচ হওয়ার পরে নিজের পছন্দের একাধিক সাপোর্ট স্টাফের নাম সুপারিশ করেছিলেন বোর্ডের কাছে। তাঁর দাবি মেনে ইতিমধ্যেই সহকারী হিসেবে অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতের নাম ঘোষণা করেছে বিসিসিআই।

উল্লেখযোগ্য ভাবে অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাত দুজনেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করেছেন। ফিল্ডিং কোচ হিসেবে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকছেন টি দিলীপই। পূর্ণ সময়ের বোলিং কোচ নিয়ে ডামাডোলের মাঝেই অন্তবর্তীকালীন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন সাইরাজ বাহুতুল।