শ্রীলঙ্কা সফরের দল ঘোষনা BCCI-র, নেতৃত্ব বদল, রয়েছে চমক

Ind vs Sri


এমাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। উল্লেখযোগ্য ভাবে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের যুগ শেষের পর এই সফর দিয়েই শুরু হতে চলেছে গম্ভীর যুগ। আর এই গম্ভীর যুগে ওয়ানডেতে প্রত্যাবর্তন যেমন করলেন তেমনিই নেতৃত্বেও থাকছেন রোহিত শর্মাই। তবে টি২০ সিরিজে নয়া অধিনায়ক। অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হল সূর্যের হাতে।

আজ ভারতের শ্রীলঙ্কা সফরের ওয়ানডে ও টি২০ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আর সেই তালিকায় রয়েছে চমক। কানাঘুষো চলছিল টি২০-তে রোহিতের অবসরের পর এবার অধিনায়ক হতে পারেন হার্দিক কিন্তু তা হল না। সূর্যের নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে খেলবে ভারত। চলুন দেখে নেওয়া যাক স্কোয়াড-

টি২০ স্কোয়াড:

সূর্যকুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ

ওয়ানডে স্কোয়াড:

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, শিভম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা