Part Time Teacher: বিধানসভা অধিবেশনে স্কুল পার্ট টাইম শিক্ষকদের নিয়ে বিল পাস করবার আবেদন

Petition to pass bill on school part-time teachers in assembly session



আজ " পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ" শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে স্মারকলিপি প্রদান করা হয় । আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি এবং রাজ্য সম্পাদক সৌমেন মন্ডল মহাশয় ।

সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়: অবিলম্বে কলেজ পার্টটাইম শিক্ষক ও ICT কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের মত এ রাজ্যের সকল বঞ্চিত স্কুল পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অত্যন্ত দ্রুততার সঙ্গে শিক্ষা দপ্তরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে এবং সরকারি স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করতে হবে।

রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি জানান অত্যন্ত বেদনার বিষয় হলো, বহু স্কুল পার্ট টাইম শিক্ষক ও শিক্ষিকা দীর্ঘ ৬ মাস ধরে তাদের সামান্য মাইনে টুকু পাচ্ছেন না অথচ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কিভাবে নীরব থাকতে পারেন?

রাজ্য সভাপতি আরও বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বিধানসভা অধিবেশনে স্কুল পার্ট টাইম শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সু-সম্পন্ন করার জন্য বিল পাস করে মানবিকভাবে এরাজের বঞ্চিত এই সব স্কুল পার্ট টাইম শিক্ষকদের নিয়োগ করুন এবং তাদের উপযুক্ত মর্যাদা দিন।