IBPS RRB Admit Card 2024 Released

IBPS RRB XIII


Institute of Banking Personnel and Selection এর Rural Regional Bank এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে আবেদন গ্রহন পর্ব শেষ হয়েছে। এবার পরীক্ষা। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। আর সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ইতিমধ্যে প্রকাশ করেছে IBPS। যদি আপনি IBPS RRB XIII এ আবেদন করেছেন তবে প্রস্তুত হোন সামনের মাস অর্থাৎ আগস্ট ২০২৪-র প্রথম সপ্তাহেই হবে পরীক্ষা।

যদিও ইতিমধ্যে প্রার্থীদের রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে পরীক্ষার তারিখ ও সময় এসএমএস মারফত জানিয়েছে Institute of Banking Personnel and Selection । তবে পরীক্ষা দিতে হলে তো আপনাকে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট লাগবেই পাশাপাশি সেন্টার সহ বিশদ জানতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। Download Admit Card Direct Link

জানা যাচ্ছে, 3, 4, 10, 17, 18 আগস্ট ২০২৪-এ পরীক্ষা গুলি বিভিন্ন কেন্দ্রে অনলাইনেই অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পর দিতে হবে মেন পরীক্ষা। মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বরে এবং ৬ অক্টোবর।