গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে
এক গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে, এই ঘটনায় চাঞ্চল্য ছাড়াই এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামারিএলাকায়। মৃত গৃহবধুর নাম হাবিবা বিবি, বয়স ২৮ বছর। পরিবার সূত্রে জানা যায় মৃতের বাবার বাড়ি হরিহরপাড়ার চোয়া পাঠানপাড়া এলাকায়। ১৪ বছর আগে হরিহরপাড়ার ট্যাংরামারি এলাকায় রেজাউল মন্ডল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই অনেক জ্বালা যন্ত্রণা করত ওই গৃহবধূকে। মৃতের মায়ের অভিযোগ প্রায় মাস খানেক আগে মেয়েকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপর সালিশি সভার পর অনেক বুঝিয়ে সুুঝিয়ে পাঠানো হয় স্বামীর বাড়ি। কিছুদিন ভালো চলার পরে অন্য কোন যুবকের সঙ্গে ফোন করার সন্দেহে প্রায় মারধর করত।
বৃহস্পতিবার রাতে দুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মৃতের স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে শারীরিক অত্যাচার করার পর খুন করে বলে অভিযোগ করছেন মৃতের মা। তারপরেই জানাজানি হতেই সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হরিহরপাড়া হাসপাতালে মৃতের আত্মীয়-স্বজনরা গেলে তাদেরকে মারধর করে বলে অভিযোগ পরিবারের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামী সহ মোট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
0 মন্তব্যসমূহ
thanks