মধ্যরাতে আগুন মৃত মা-ছেলে, গুরুতর জখম বাবা, পুড়িয়ে মারার অভিযোগ!
রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, আগুনো ঝলসে মৃত্যু হলো মা ও ছেলের, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ একাংশের। ঘটনায় মৃত্যু হলো মা ও ছোটো ছেলের। বর্ধমানে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে।
অভিযোগ,ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া করে এক তলা বাড়িতে জানলা খুলে ছোটো ছেলে আয়ান শেখ (৪) ও স্ত্রী রুপা বিবি (৩০) কে নিয়ে ঘুমাচ্ছিলেন সেখ তুতা (৩৮)। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ,কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায়। তাদের চিৎকারে চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ।
তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোটো ছেলে আয়ান এর মৃত্যু ঘটে। ঠিক তার পড়ে মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। যদিও এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা তুতা শেখ। এই ঘটানায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এলাকায় নেমেছে শোকের ছায়া। খুন! নাকি এর পিছনে রয়েছে অন্য কোন চক্রান্ত? খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
thanks