ট্রেনে উঠেই চক্ষু চড়ক গাছ মহিলা যাত্রীর !
দিনহাটা:
উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে রয়েছে সংরক্ষিত কামরার কনফার্ম টিকিট। কিন্তু ট্রেনে উঠেই চক্ষু চড়ক গাছ মহিলা যাত্রীর। তার জন্য রেলের বরাদ্দ করা সিটে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলার শহীদ সভায় যাওয়ার কর্মীরা।
শুক্রবার দুপুর দুটো নাগাদ ওই মহিলা নিজের টিকিট দেখিয়ে তৃনমূল কর্মীদের তার সিট থেকে উঠে যেতে বললেই পাল্টা কর্মীরা সেই মহিলা যাত্রীকেই লোয়ার বার্থ এর সিট থেকে আপার বার্থ এ উঠতে বলে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় দিনহাটা রেলস্টেশনে ট্রেনে উঠেই তার সিট দখল হতে দেখে কার্যত ক্ষোভ ফেটে পড়লেন বেনজির খাতুন নামে ওই মহিলা যাত্রী।
যাত্রীর অভিযোগ তার সাথে রয়েছে তার এক বছরের শিশুসন্তান। নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার কথা ভেবে তিনি উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে দিনহাটা থেকে শিয়ালদহের জন্য স্লিপার কোচের টিকিট করেছিলেন। টিকিটের হিসেবে তার জন্য বরাদ্দ রয়েছে S-6 কামরার ৪৫ নম্বর লোয়ার বার্থ এর সিট। কিন্তু দিনহাটা রেল স্টেশনে যখন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায়,তখন তিনি ট্রেনে উঠেই দেখেন তার জন্য বরাদ্দ করা সিটে আগে থেকেই বসে রয়েছে ৫-৬ জন তৃণমূল কংগ্রেস কর্মী। নিজের টিকিট দেখিয়ে তৃণমূল কর্মীদের সিট থেকে উঠে যাওয়ার কথা বলতেই তৃণমূল কর্মীরা তাকেই পাল্টা তার লোয়ার বার্থ এর সিট থেকে উঠে আপার বার্থ এর সিটে উঠে যেতে বলেন।
মহিলা আরও জানায় যে, তার সাথে বাচ্চা থাকায় তিনি কিভাবে সম্পূর্ণ রাস্তা যাবেন সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, একই সাথে তিনি এই বিষয়ে রেল পুলিশকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊