লোকসভা নির্বাচনের অশান্তির মামলার জামিন নিতে বর্ধমানে এলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
লোকসভা নির্বাচনের অশান্তির মামলার জামিন নিতে বর্ধমানে এলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
২০২৪ শের ১৩ই মে লোকসভা নির্বাচনের দিন নির্বাচনকে কেন্দ্র করে বর্ধমান জেলার,বর্ধমান ১ ব্লকের রায়ান ১নং অঞ্চলের কপি বাগান এলাকায় তৃণমূলের সাথে বচসা বাধে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।বচসার মাত্রাতিরিক্ত হওয়ায় দিলিপ ঘোষের সাথে একপ্রকার হাতাহাতিও ঘটে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সাথে তৃণমূল কংগ্রেস হাতাহাতির সময় তার দেহ রক্ষী সাথেও হাতাহাতি হয়। দুপক্ষের হাতাহাতি চলাকালীন দিলীপ ঘোষের দেহরক্ষীর মাথা ফেটে যায়।এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার জামিন নিতে আজ বর্ধমানে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ।
দিলীপ ঘোষ বলেন বর্ধমানের কপি বাগান এলাকায় আমাদের কর্মীকে মারধর করা হয়, আমার গাড়ি ভাঙচুর হয়, কিন্তু আমার নামে মামলা করা হয় তৃণমূলের তরফে, আমি সেই ফলস মামলার জামিন নিতে বর্ধমান এসেছিলাম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊