ইউরো জয় স্পেনের, একমাত্র দল হিসেবে গড়লো নয়া নজির 

Euro Cup


ইউরো কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে চার বার খেতাব জয়ের নজির গড়লো স্পেন। বার্লিনের অলিম্পিয়াস্তাদিও স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইংল্যান্ড। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। রুদ্ধশ্বাস ফাইনালের পর এবারও হারের যন্ত্রণা মাথায় নিয়েই ইউরো শেষ হল ইংল্যান্ডের।

এদিনের ম্যাচে ৪৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন স্পেন তারকা নিকো উইলিয়ামস। ইয়ামালের পাস ধরে বাঁ পায়ের শটে গোল করেন উইলিয়ামস। ম্যাচের ৭০ মিনিটে কোল পালমারকে পরিবর্ত হিসাবে নামান ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। মাঠে নামার ৩ মিনিটের মধ্যে গোল করে সমতায় আনেন পালমার। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে, ৮৬ মিনিটের মাথায় ওয়ারজ়াবাল গোল করে ২-১ করে দেন।

প্রথম দেশ হিসাবে ইউরো কাপে টানা ৭ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল স্পেন। একমাত্র দল হিসেবে ইউরোতে এতবার খেতাব জয়ের নজির গড়ে ফেললো স্পেন। ইয়ামালের হাতে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হওয়ার পুরস্কার ওঠে।