কলম্বিয়াকে হারিয়ে ফের কোপার সেরা আর্জেন্টিনা

Copa America


কলম্বিয়াকে হারিয়ে ফের কোপার সেরা আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে শুরু হয়নি এদিনের কোপা ফাইনাল। আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল প্রায় ৮০ মিনিট দেরিতে শুরু হয়। ম্যাচ শুরু হলেই টানটান উত্তেজনায় চলে খেলা। প্রথম ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারে নি। ১১২ মিনিটে মার্টিনেজের অনবদ্য গোলে এগিয়ে গিয়ে কোপা আমেরিকার খেতাব জয় করলো মেসিরা। 


এদিন, ৬৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। মেসি উঠে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দি মারিয়া, ডি পল, মার্টিনেজরা অধিনায়কের জন্য লড়াই চালিয়ে গেলেন মাঠে। নির্ধারিত নব্বই মিনিট পেরিয়ে গেলেও গোল জড়ালো কোনো গোলপোস্টের জালেও। পরে অতিরিক্ত সময়ে গোলটি করেন মার্টিনেজ। 


৩৫ মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডারের কড়া ট্যাকলে চোট পান মেসি। পরে ৬৫ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন মেসি। মেসির জায়গায় মাঠে নামানো হয় নিকোলাস গঞ্জালেসকে। তবে এদিন বেশ কয়েকবার গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হন দুই দলই। শেষমেষ মার্টিনেজের শটেই কোপা জয় মেসিদের।