নতুন ‌ভূমিকায় দীনেশ কার্তিক, কোহলিদের ব্যাটিং কোচ ও মেন্টর হলেন DK

DK


ফের এক নয় ভূমিকায় দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে দেখা গিয়েছিল ডিকে-কে। গত ২৪ মে আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এর পর এই উইকেটরক্ষক-ব্যাটারকে ধারাভাষ্যকার হিসাবে দেখা গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার ব্যাটিং কোচ ও মেন্টর হলেন তিনি।

গত আইপিএলে আরসিবির হয়ে খেলেই অবসর নিয়েছেন তিনি। এবার সেই আরসিবি দলের ব্যাটিং কোচ ও মেন্টর করা হলো দীনেশ কার্তিককে। কোহলিদের ব্যাটিং কোচ ও মেন্টর দায়িত্ব এবার কলকাতা নাইটের প্রাক্তন অধিনায়কের হাতে।

সোশ্যাল মিডিয়ায় আরসিবি কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘আমাদের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে নতুন করে স্বাগত জানাচ্ছি। আরসিবিতে নতুন অবতারে ফিরে আসছেন তিনি। আরসিবির পুরুষদের দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসাবে কাজ করবেন কার্তিক। ডিকেকে ক্রিকেট থেকে দূরে রাখা গেলেও ওর থেকে ক্রিকেটকে দূরে রাখা সম্ভব নয়। আমাদের শুভেচ্ছা এবং ভালবাসা থাকল।’’

আইপিএলে মোট ২৫৭টি ম্যাচ খেলেছেন কার্তিক। ২৬.৩২ গড়ে করেছেন ৪৮৪২ রান। দেশের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি এক দিনের ম্যাচ এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।