Sitai News: ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বাইক চালক,আহত আরোহী

Bike driver killed, rider injured in collision between truck and bike



সিতাই: 

শেওরাতলা বাজার লাগোয়া পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বাইক চালক,আহত আরোহী।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জানা গিয়েছে সিতাই থেকে দিনহাটার দিকে আসা ওই ট্রাকটি শেওরাতলা বাজার লাগোয়া পেট্রোল পাম্পে মুল রাস্তা থেকে ঢুকছিল ডিজেল নেওয়ার জন্য। ঠিক সেই সময় দিনহাটা থেকে সিতাইয়ের উদ্দেশ্যে যাওয়া একটি বাইক সজোরে এসে ট্রাকের সামনে ধাক্কা মারে। ট্রাক চালক ব্রেক করা মাত্রই বাইক চালক ও এক বাইক আরোহী অনেকটা দূরে গিয়ে ছিটকে পরে।

এরপর স্থানীয়রা রক্তাত্ব অবস্থায় বাইক চালক জয়দেব বর্মন (২৬), বাড়ি কোনাচাত্রা, ও বাইক আরোহী পরিতোষ বর্মন (২৩) , বাড়ি চোরখানা দুজনকেই উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক জয়দেব বর্মনকে মৃত বলে ঘোষণা করে এবং পরিতোষ বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে পরিতোষ কে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।