Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘মহানায়ক সম্মান’ সম্মানে সম্মানিত হলেন নচিকেতা

‘মহানায়ক সম্মান’ সম্মানে সম্মানিত হলেন নচিকেতা

Nachiketa


১৯৯৩ থেকে ২০২৪। গানের দুনিয়ায় দীর্ঘ অবস্থান। একক অ্যালবাম থেকে ছায়াছবির জগৎ অনায়াসে অনবদ্য গানের জগতে। উত্তমকুমারের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকার সম্মানিত করলেন সেই গায়ককে। তিনি আর কেউ নন, ও ডাক্তার, বৃদ্ধাশ্রমের মতো কালজয়ী গানের শ্রষ্টা নচিকেতা।


উত্তমকুমারকে সম্মান জানাতেই পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ সম্মানের আয়োজন করছে বেশ কয়েক বছর ধরে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনোদন জগতের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান করেন। 



এ দিন মঞ্চে তাঁর সঙ্গে সম্মানিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নতুন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিনী মৈত্র এবং অম্বরীশ ভট্টাচার্যও। মঞ্চে তাঁদের সম্মানিত করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস প্রমুখ। 



এই বছর বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)। এছাড়া 'মহানায়ক সম্মান'-এ সম্মানিত হলেন, অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। 



প্রসঙ্গত, গত বছর এই সম্মানে সম্মানিত করা হয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও পরিচালক হরনাথ চক্রবর্তী (Horonath Chakraborty)-কে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code