বিজেপি করার অপরাধে মিলছে না সরকারি পরিষেবা, ডেপুটেশন মহকুমা শাসকে 

Balurghat


বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-

বিজেপি করার অপরাধে পাচ্ছেন না কোন নাগরিক পরিষেবা এমনই অভিযোগ বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনির বাসিন্দাদের। পৌরসভার পরিষেবা না পেয়ে অবশেষে এলাকার বাসিন্দারা দ্বারস্থ হলেন বালুরঘাট মহকুমা শাসকের। এদিন মহকুমা শাসকের দপ্তরে এলাকায় পৌর পরিষেবা স্বাভাবিক করার ডেপুটেশন দেয় এলাকাবাসী।

বালুরঘাট পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। এলাকার রাস্তা গুলি জঞ্জাল থাকায় চলাচলের সমস্যা সাধারণ মানুষের। পাশাপাশি রাস্তার আলোগুলি বন্ধ থাকায় সন্ধ্যার পর এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকছে। এলাকাবাসীর অভিযোগ এ বিষয়ে পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে জানানো হলে তিনি নাকি বলেছেন, লোকসভা ভোটে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, তাকে গিয়েই অভিযোগ করুন।

উল্লেখ্য বিগত লোকসভা ভোটে বালুরঘাট পৌরসভায় ব্যাপক জয়পায় বিজেপি। শুধুমাত্র বালুরঘাট পৌরসভার 25 টি ওয়ার্ডে ২৫ হাজার ভোটে জয়ী হয় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।




এলাকাবাসীদের অভিযোগ সেই কারণেই পরিষেবা বন্ধ রেখেছে বালুরঘাট পৌরসভা।

যদিও বালুরঘাট পৌরসভা ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।