রাজ্যের শিক্ষা দফতরের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী প্যারা টিচার, অ্যাকাডেমিক সুভারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক, SSK এবং MSK-র শিক্ষাকর্মীরা সহ আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর। গত ১ এপ্রিল থেকে রাজ্যের এই সকল কর্মীদের অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা করা হল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষনা দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তি শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বিবৃতিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক প্যারা টিচার, SSK, MSK টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, Honorary Health Workers, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার, হোমগার্ড ভলান্টিয়ার, অক্সিলারি ফায়ার অপারেটরদের এককালীন অবসরভাতা ২ এবং ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।
এবছরের গোড়ার দিকেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক কর্মীরা অবসরের সময় এককালীন ৫ লক্ষ টাকা হাতে পাবেন। ১লা এপ্রিল অনুযায়ী এই নিয়ম কার্যকর হল। ৬০ বা ৬৫ বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তাঁরা। পূর্ব শর্তাবলীই এক্ষেত্রে প্রযোজ্য হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊