provident fund : প্রভিডেন্ট ফান্ড দুর্নীতির অভিযোগ , আয়কর দফতরকে দিয়ে তদন্ত দাবী
প্রভিডেন্ট ফান্ড দুর্নীতির অভিযোগ , আয়কর দফতরকে দিয়ে তদন্ত দাবী আদিবাসী সমাজ কর্মীর।
সহজ ভাষায় পি এফ (PF), চা বাগানের শ্রমিকশ্রেণীর কাছে রোদে পুড়ে, জলে ভিজে উপার্জন করা অর্থের একটি বড় অংশ থাকে এখানে। অথচ দীর্ঘ সময় ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উঠে আসছে এই পি এফ ফান্ডের বিরূদ্ধে নানান অব্যবস্থা সহ দুর্নীতির অভিযোগ।
সোমবার এমনই অভিযোগ নিয়ে জেলা শাসকের দফতরে পুনরায় হাজির হয়েছিলেন হলদিবাড়ি চা বাগানের আদিবাসী সমাজ কর্মী বনসাল ওরাও।
নিজের তোলা অভিযোগ প্রসঙ্গে এই সমাজ কর্মী বলেন, হলদিবাড়ি চা বাগান শ্রমিক দের থেকে প্রতি মাসে কেটে নেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডের টাকা, তবে সেটি কেন্দ্রিয় সরকারের সংশ্লিষ্ট দফতরে কি জমা পরছে?
তিনি আরও বলেন, আমার অন্যতম দাবী ইনকাম ট্যাক্স দফতর এর তদন্ত করে দেখুক,শ্রমিকদের মজুরি থেকে কেটে নেওয়া টাকা কার পকেটে যাচ্ছে। আমি এই বিষয়ে তথ্য জানার অধিকার আইনে ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছি। আজ জেলা শাসকের কাছে পুনরায় তদন্তের জন্য আবেদন জানাতে এসেছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊