আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সর্বোচ্চ সম্মান পাচ্ছেন সোনাজয়ী শ্যুটার বিন্দ্রা

Bindra


আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সর্বোচ্চ সম্মান পাচ্ছেন সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা। তিনি প্রথম ভারতীয় যিনি ২০০৮-এ প্রথমবার কোনো ইভেন্টে সোনা জয় করেন। এবার সেই অভিনব বিন্দ্রাকে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা বা আইওসি তাঁদের সর্বোচ্চ সম্মান ‘অলিম্পিক্স অর্ডার’ সম্মানে ভূষিত করতে চলেছেন।

জানা যাচ্ছে, ১০ অগস্ট প্যারিসে একটি অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে বিন্দ্রার হাতে। সে দিন আইওসি-র ১৪২তম অধিবেশন রয়েছে। একই দিনে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানও হবে। সেই অনুষ্ঠানেই এই সম্মান গ্রহন করবেন ভারতীয় এই সোনাজয়ী শ্যুটার।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটারে) একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন। একটি চিঠিতে তিনি লিখেছেন, “অভিনব, খুশির সঙ্গে জানাতে চলেছি যে, ‘অলিম্পিক্স মুভমেন্টে’ তোমার অসাধারণ কাজের জন্য আইওসি কার্যকরী সমিতি তোমাকে ‘অলিম্পিক্স অর্ডার’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ অগস্ট প্যারিসে একটি অনুষ্ঠানে এই সম্মান তোমার হাতে তুলে দেওয়া হবে।”

অলিম্পিক্সের প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ক্রীড়াবিদদের এই সম্মান দেওয়া হয়। ‘অলিম্পিক্স অর্ডার’ দেওয়া শুরু হয়েছে ১৯৭৫ সাল থেকে। ১৯৮৩ সালে এই সম্মান পেয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।