শ্রীপৎ সিং কলেজে NSS ইউনিট এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Environment Day celebration


শ্রীপৎ সিং কলেজে NSS ইউনিট এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো রবীন্দ্র সভাগৃহে। এই উপলক্ষে ছাত্র - ছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 



উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল কাদের আহমেদ মহাশয়, ছিলেন ড. অমল মোদক (TCS), ড. বি.এম. উজ্জ্বল আফসান, অধ্যাপক এনামুল কবির পাসা প্রমুখ। বিচারক হিসেবে ছিলেন ড. রাজা ঘোষ, অধ্যাপিকা সাবিনা ইয়াসমিন, অধ্যাপিকা নেহা তামাং । বিশেষ বক্তৃতা রাখেন ড. অজয় দেবনাথ। 

Tree Plantation



উক্ত অনুষ্ঠানে বহরমপুর নর্থ জোনের ফরেস্ট রেঞ্জ অফিসার শ্রীমতি সপ্তমী সরকারের উপস্থিতি ছিল প্রেরণামূলক। কলেজ হোস্টেলে তাঁর উদ্যোগে এবং NSS ইউনিটের সহযোগিতায় বৃক্ষ রোপনও করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য NCC ইউনিটের তরফেও আজ সকালে কলেজ হোস্টেল মাঠে বৃক্ষ রোপণ করা হয়।