Sunita Williams: তৃতীয়বার মহাকাশ অভিযানে পাড়ি সুনীতার
তৃতীয়বার মহাকাশ অভিযানে পাড়ি দিলেন সুনীতা। এবার তাঁর সহযাত্রী ব্যারি 'বুচ' উইলমোর। যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে সহযাত্রী ব্যারিকে সাথে নিয়ে মহাকাশে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। বুধবার আমেরিকার ফ্লোরিডার Cape Canaveral Space Force Station থেকে ST-200 Boeng Starliner রকেটে চেপে স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৫২ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা সুনীতা। (Sunita Williams)
Atlas 5 রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তাঁরা, সেটির নকশা তৈরিতেও সুনীতার ভূমিকা রয়েছে। তৃতীয় বারের চেষ্টায় সুনীতা এবং ব্যারি মহাকাশের উদ্দেশে রওনা দিতে সফল হলেন। জানা গেছে আগামী ৭ দিন মহাকাশে থাকবেন তাঁরা। চালাবেন গবেষণা।
NASA জানিয়েছে, স্টারলাইনার সঠিক কক্ষপথের হদিশ পেয়ে গিয়েছে। একদিন পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে রকেট পৌঁছাবে সুনীতা এবং ব্যারি। এই মুহূর্তে ওই কক্ষপথে মহাকাশচারী সম্বলিত আমেরিকার তিনটি মহাকাশযান অবস্থান করছে- বোয়িং স্টারলাইনার, ইলন মাস্কের SpaceX সংস্থার Crew Dragon এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন।
মহাকাশ অভিযানে মহিলাদের জন্য অনুপ্রেরণা সুনীতা। এই নিয়ে তৃতীয় বার মহাকাশ অভিযানে রওনা দিলেন তিনি। এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা। সর্বোচ্চ স্পেসওয়াকের রেকর্ডও ছিল তাঁর দখলে। পেগি হুইটসন সেই রেকর্ড ভেঙে দেন। আবারও ইতিহাস রচনা করলেন সুনীতা। প্রযুক্তিগত ত্রুটির কারণে একাধিকবার বাতিল হয় যাত্রা। তবে এবার সফল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊