Job News: Recruitment in State Forest Department
চাকরীর খবর : রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর । বিপুল সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে রাজ্যের বন বিভাগে। বনকর্মী ও প্রধান বনরক্ষী পদে হবে নিয়োগ। নিয়োগ পরীক্ষায় আনা হচ্ছে শীথিলতাও। ফলে আবেদনকারীর সংখ্যাও বৃদ্ধি পাবে।
একদিকে যখন বিভিন্ন সরকারি দফতরগুলিতে শুন্যপদ পূরণে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছে। লোকসভা নির্বাচনের পর বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দফতরে নিয়োগে সিলমোহর দিয়েছেন। সূত্রের খবর, রাজ্যের বনবিভাগে ২,৩৪৪ পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
পুরনো শূন্য পদ পূরণের পাশাপশি প্রকল্প ও পরিষেবায় গতি আনতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫৫২টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।
এবার ১,৬০০ বনকর্মী ও ১৯২ প্রধান বনরক্ষী নিয়োগ করা হবে । এবারে বনকর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিসর্ভি কমিশন (WBPSC)। শরীরের উচ্চতা ও ওজনের ক্ষেত্রে অনেকটা ছাড় দেওয়া হয়েছে বলে জানাগিয়েছে। ফলে অনেক বেশি চাকরি প্রার্থী নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
খুব দ্রুত বনবিভাগে ২৩৪৪ টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊