UGC NET EXAM: ইউজিসি নেট পরীক্ষা পুনরায় কবে? জানালো NTA 

UGC NET



নিট বিতর্ক চাড়া দেওয়ার পর একের পর এক সর্বভারতীয় পরীক্ষা বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সদ্য অনুষ্ঠিত হওয়া ইউজিসি নেট পরীক্ষায় বাতিল করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সী আর এরপরেই সারা দেশ জুড়ে জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিতর্ক দানা বাঁধে। ইউজিসি নেট পরীক্ষা বাতিল হওয়ায় প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে ইউজিসি নেট পুনরায় পরীক্ষা হবে বলে জানিয়েছে এনটিএ।

বিতর্কিত এই কেন্দ্রীয় সংস্থার তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে পরীক্ষার নয়া দিনক্ষণ (NTA New Exam Dates) ঘোষণা করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষারও দিনক্ষণ ঘোষণা করেছে এনটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে একটি তারিখে এই পরীক্ষা নেওয়া হবে। তবে ঠিক কত তারিখ পরীক্ষা নেওয়া হবে তা স্পষ্ট জানায়নি এনটিএ।

অন্যদিকে আগামী ১০ জুলাই হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এরপর জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি ২৫-২৭ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে‌। তৃতীয় পরীক্ষা অর্থাৎ ইউজিসি সেট জুনের পরীক্ষাটি ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছে এনটিএ।

পাশাপাশি আরও জানা গেছে, জুন মাসের ইউজিসি নেট ২০২৪ পরীক্ষাটি কাগজে কলমে ওএমআর শিটে নেওয়া হয়েছিল। কিন্তু এবারের পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে বলে জানা গেছে।