চার বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল
লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিন, মানিকতলা ও বাগদা এই চার কেন্দ্রে হবে বিধানসভা উপনির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের হয়ে লড়বেন কারা? তাই জানিয়ে দিল শাসক দল তৃণমূল।
তৃণমূলের তরফে জানানো হয়েছে রায়গঞ্জ কেন্দ্র থেকে লড়বেন কৃষ্ণ কল্যানী, রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে, মানিকতলায় সুপ্তী পাণ্ডে এবং বাগদায় মধুপর্না ঠাকুর। মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। এদিকে বাগদা কেন্দ্রে নতুন মুখ উঠে এসেছে। মতুয়া সম্প্রদায়ের থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এই চার কেন্দ্রে আগামী ১০ই জুলাই বিধানসভা উপনির্বাচন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করে বিধায়ক হয়েছে কৃষ্ণ কল্যাণী। পরে যোগ দেন শাসক দলে। লোকসভা নির্বাচনে তাঁকেই প্রার্থী করেছিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় তাই এই কেন্দ্রে উপনির্বাচন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হন মুকুটমনি । কিন্তু লোকসভা ভোটের ঠিক আগে দল বদল করে তৃণমূলে যোগ দেন তাঁকেই করা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী। মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এই কেন্দ্রেও তাই নির্বাচন।
বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন বিশ্বজিৎ দাস। বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার তাঁকেই প্রার্থী করে জোড়াফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস।
গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা, অধুনা প্রয়াত সাধন পান্ডে। রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জীবনাবসান হয়। সেই কেন্দ্র বিধায়কহীন। সেখানেও হবে ভোট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊