T20 World Cup Final 2024: দ্বিতীয়বার টি২০ বিশ্বজয় ভারতের
টি২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ব্যাট করতে নেমে ফাইনালের ওপেনিং-এ বড় জুটি গড়তে ব্যর্থ হয় ভারত। ৯ রান করে ফেরেন রোহিত। কিন্তু আজ নিজেকে জ্বলে তুললেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৭৬ রানের একটা দারুন ইনিংস উপহার দিলেন কোহলি।
এদিন ব্যর্থ হলেন উইকেট কিপার ব্যাটসম্যান পন্থ। ফিরলেন খালি হাতেই। তারপরেই ফিরলেন যাদব। তিন রান করেই ফেরেন যাদব। একে একে যখন উইকেট পড়তে থাকলো তখন কোহলির সাথে জুটি বাঁধলো অক্ষর। দুর্দান্ত জুটি বেঁধে ৪৭ রান করেন অক্ষর প্যাটেল। ১৯ তম ওভারে এক জীবনদান পেলেও শেষমেষ রক্ষে হয়নি কোহলির। সেই ওভারেই ফেরেন তিনি। দুইটা ছক্কা ও ছয়টি চারের ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন কোহলি। এদিন দারুন খেললেন দুবেও। ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন দুবে। পান্ডিয়া ৫ ও জাদেজা ২ রানে করেন। নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানের স্কোর গড়ে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে জনসেন ১টি, রাবাডা ১টি, নর্টজে ১টি এবং মহারাজ ২টি উইকেট পান। প্রথমবার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে ১৭৭ রানের টার্গেট পেল দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচকে এগিয়ে নিয়ে যায় ডিকক ও স্টাবস। ডিকক ৩৯ ও স্টাবস করে ৩১। পরে মাঠে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন ক্লাসেন। ২৭ বলে ৫২ রান করেন তিনি। মিলার করে ২১। টানটান উত্তেজনার ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরেন সূর্য কুমার। আদতে এদিন বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন বুমরাহ ও অর্শদীপ ও পান্ডিয়া। শেষমেষ ৭ রানে জয় দিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বজয় ভারতের। প্রথমবার ২০০৭ সালে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী টূর্ণামেন্টে ধোনির নেতৃত্বে কাপ জেতে ভারত। এবার জিতলো রোহিত শর্মা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊