Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sunny Leone: লাল হট বিকিনিতে সৈকত সুন্দরী সানি লিওন ঝড় তুললেন নেট দুনিয়ায়

Sunny Leone: লাল হট বিকিনিতে সৈকত সুন্দরী সানি লিওন ঝড় তুললেন নেট দুনিয়ায় 

Sunny Leone


‘বেবি ডল’ গান হোক, বা বোল্ড সোশাল মিডিয়া পোস্ট সবেতেই নজর কেড়েছেন সানি লিওন। রবিবাসরীয় দুপুরে রেড হট বিকিনিতে সৈকতে আগুন ধরালেন সানি। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি আর তাতেই শোরগোল নেট দুনিয়ায়।

নীল ছবির দুনিয়া থেকে বেড়িয়ে এসেছেন অনেক আগেই। বলিউডে নাম কামিয়েছেন সানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লাস্যময়ী মেজাজে ধরা দিলেন সানি লিওন। রবিবার যে ভিডিও সানি শেয়ার করেছেন তা থাইল্যান্ডের এক বিলাসবহুল পুল ভিলার। রেড হট বিকিনিতে কখনও ইনফিনিটি পুল থেকে উঠে আসছেন, কখনও আবার তার একপাশেই শুয়ে পড়েছেন‌ তার দুষ্টুমিতে মজেছে নেট দুনিয়া।



বরাবরই হট সানি। বলিউড দুনিয়ায় একাধিক ছবি করেছেন তিনি। সানির হাতে এখন রয়েছে ‘দ্য ব্যাটেল অফ ভীমা কোরেগাও’, ‘রঙ্গীলা’, ‘বীরমাদেবী’র মতো সিনেমা। জিসম ২, ‘রাগিনি এমএমএস’, ‘মস্তিজাদে’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেন। ‘রইস’-এর মতো সিনেমায় শাহরুখের পাশে তিনিই হয়েছেন ‘ল্যায়লা’। ‘বেবি ডল’ খেতাব পেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code