BSF jawan died due to lightning strike
বজ্রাঘাতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। রবিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে দিনহাটার গিতালদহের খারিজা হরিদাস এলাকায়।
বিএসএফ সূত্রের খবর মণিপুরের বাসিন্দা বিএসএফের এএসআই এস ইনাও সিং দেশ রক্ষার্থে নিজের কর্তব্যে যখন অটুট ছিলেন সেই সময় ভোর আনুমানিক পৌনে পাঁচটা নাগাদ বজ্রাঘাতে মৃত্যু হয় ওই আধিকারিকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিএসএফ ও এলাকার বাসিন্দাদের মধ্যে।
এলাকার বাসিন্দা জহরুল হক ও পঞ্চায়েত সদস্য বলেন, আমরা ভোরবেলা বজ্রপাতের শব্দ পাই পরে শুনতে পারি একজনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। এরপর আমরা এবং বিএসএফের আধিকারিকরা এসে ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করে গাড়িতে তুলে দেই।
ইতিমধ্যেই সেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিএসএফের ডিআইজি জি এস ধালিয়াল । সঙ্গে ছিলেন ৯০ নম্বর ব্যাটেলিনের সিও বিজয় কুমার সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊