স্কাইগার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

Skyguard


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

বর্ধমান স্কাইগার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কাঞ্চননগর স্বপ্ননীড় অনুষ্ঠান ভবনে। এদিনের সাধারণ সভায় পূর্ব বর্ধমান জেলার প্রায় দেড়শো জনের মতো সদস্য উপস্থিত ছিলেন। তীবার্ষিক সাধারণ সভায় নতুন করে কমিটি গঠন করা হবে। এবং বিগত কমিটি এক বছরে কিকি কাজ সম্পন্ন করেছেন এবং নতুন কমিটি কিকি কাজ করবেন সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানান স্কাইগার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত দাস।


জয়ন্ত বাবু বলেন এই স্কাইগার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী আছেন তাদের পরিবারকে নানা ভাবে সাহায্য করা।যদি কোনো অবসরপ্রাপ্ত এয়ার ম্যান বা কোনো ব্যাটেলিয়ন অসুস্থ হলে তাদের দ্রুত চিকিৎসার সহযোগিতা করা যায়।বা কেউ মারা গেলে তাদের তাদের পরিবার ঠিকঠাক পেনশন পাচ্ছে কিনা সেসব বিষয় দেখা। এবং সকলের পাশে থাকার জন্যই এই স্কাইগার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন বলে জানান তিনি। 


পাশাপাশি আজকের এই সাধারণ সভা থেকে ১৩ জনের একটি নতুন কমিটি গঠন করা হবে।