সমগ্র শিক্ষা মিশন ২০২৩-২৪ এর বিশেষ গ্রামসভা বাসন্তীরহাটে
![]() |
বিশেষ গ্রামসভা, ছবি: নিজস্ব |
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:
বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এর বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে সমগ্র শিক্ষা মিশন ২০২৩-২৪ এর বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী গৌতম বর্মন। অনুষ্ঠানের সূচক ভাষণ রাখেন বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব।
দেবাশিস দেব জানান, এলাকার একাধিক বিদ্যালয়ের উপর এক বিশেষ সামাজিক নিরীক্ষা করা হয়, আজ তার উপরই বিশেষ আলোচনা করা হয়। এই আলোচনায় এই এলাকার অভিভাবক, ছাত্র,ছাত্রী সহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
কোচবিহার জেলা সামাজিক নিরীক্ষা কমিটির সদস্য মুস্তাফিজার রহমান জানান, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রুখতে রাজ্য জুড়ে এই বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজ্যের ১২৮ টি গ্রাম পঞ্চায়েত এবং ৫ টি পৌরসভায় একযোগে এই বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। তিনি জানান, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্যার্থতা দূর করতে আজকের এই সভা। এদিন তিনি আরও জানান, এখনো দেখা যাচ্ছে অনেক বিদ্যালয়ে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। বিশেষ করে এই এলাকার বিদ্যালয়গুলোর টয়লেট ব্যবস্থা খুব নিম্নমানের।
এদিনের সভায় মোট তিনটি বিদ্যালয়ের উপর নিরীক্ষার তথ্য নিয়ে আলোচনা হয়। বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়, খট্টিমারি সুকান্ত বিদ্যাপীঠ এবং বাসন্তীরহাট ৫ ম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়।
খট্টিমারি বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব অধিকারী জানান, আমাদের বিদ্যালয়ের কম্পিউটার চুরি হওয়ার পরও এখনো পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। কম্পিউটার শিক্ষক থাকলেও কম্পিউটার ক্লাস বন্ধ রয়েছে। এই ধরনের সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। এদিন তিনি তার বিদ্যালয়ের শিক্ষক শূন্যতার সমস্যার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি গৌতম বর্মন জানান, বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা সমাধান যেমন প্রয়োজন তেমনি ছাত্র-শিক্ষক-অভিভাবকদের আন্তরিকভাবে বিদ্যালয় শিক্ষারপ্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊