India vs England: কারণ বৃষ্টি! পিছিয়ে গেল ভারত-ইংল্যান্ড ম্যাচের টস

Ind vs eng


কারণ বৃষ্টি! পিছিয়ে গেল ভারত-ইংল্যান্ড ম্যাচের টস। আজ টি২০ বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচে বৃষ্টির কাঁটা। যদিও বৃষ্টি থেমেছে বলে জানা যাচ্ছে কিন্তু ভেজা মাঠ ফলে টস পিছিয়ে দিয়েছে আম্পায়াররা। 


BCCI সূত্রে জানা গেছে গায়ানায় বৃষ্টি থেমে গেছে। আম্পায়াররা গ্রাউন্ড স্টাফদের সাথে কথা বলছে। বৃষ্টি থেমে গেলেও পিচ এখনও ঢেকে আছে। টস দেরিতে হবে।


ICC-এর খেলার শর্ত অনুসারে, সর্বশেষ 20-ওভারের খেলা শুরু হতে পারে 12:10 am (IST)-এ। তদুপরি, খেলার শর্তগুলিও বলে যে প্রতিটি দলকে ফলাফলের জন্য ন্যূনতম দশ ওভার খেলতে হবে, লিগ পর্বের বিপরীতে যেখানে প্রতিটি দল ডিএলএস পদ্ধতি অনুসারে ফলাফলের জন্য পাঁচ ওভার যথেষ্ট।



সুপার এইটের তিনটি ম্যাচেই জয় ছিনিয়ে টি২০ বিশ্বকাপের শেষ চারে জায়গা নিয়েছে ভারত। সেমি ফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। আবার প্রথম সেমিফাইনালে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে সহজ জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্ব এখন তাঁকিয়ে টি২০ বিশ্বকাপের দিকেই। ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে দল জিতবে সেই দল যাবে বিশ্বকাপের ফাইনালে। 



ভারত বনাম ইংল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭শে জুন। ২৭শে জুন বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮ টায় শুরু হওয়ার কথা ম্যাচ। স্বাভাবিক ভাবেই ম্যাচ শুরু ৩০ মিনিট আগে হওয়ার কথা ছিল টস। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের প্রোভিডেন্স স্টেডিয়ামে। কিন্তু আপাতত বৃষ্টির কারণে পিছিয়ে গেছে টস।