পেলের রেকর্ড ভেঙে অবসরের ইঙ্গিত রোনাল্ডোর

Ronaldo


ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভেঙে নিজের অবসরের ইঙ্গিত দিলেন রোনাল্ডো। বয়স ৩৯, ক্যারিয়ারের অন্তিম সময় যে এসে গেছে তা নিজেরও জানা। এই বয়সেও পেলের রেকর্ড ভেঙে দিচ্ছেন রোনাল্ডো।

সামনেই ইউরো কাপ তার আগে পর্তুগালের জার্সিতে ৩০ বছর পার করার পর দেশের জার্সিতে ৭৮টি গোল করে ফেললেন তিনি। এতদিন ৩০ বছর পার করার পর দেশের জার্সিতে ৭৭টি গোল করার রেকর্ড ছিল পেলের কাছে। সেই রেকর্ড নিজের দখলে করলেন রোনাল্ডো। সেই সঙ্গে ২০০৪ সালের পর থেকে প্রতি বছর দেশের জার্সিতে গোল করার কৃতিত্বও গড়লেন রোনাল্ডো।

ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, “আমি জানি আর বেশি বছর ফুটবল খেলতে পারব না। স্পেনে বলা হয় প্রতিটা বছরই একটা উপহার। ৩৫-৩৬ বছরের পর সত্যিই যত বছর খেলছি, সেটাই আমার কাছে উপহার। ৩৯ বছর বয়সে তাই খেলাটাকে উপভোগ করার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “দলকে সাহায্য করার জন্য শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। আমি দেশের হয়ে খেলতে ভালবাসি। ২০ বছর ধরে খেলছি। সেটাই করে যেতে চাই।" তার কথায় ফুটবলের প্রতিটি ম্যাচ তার কাছে স্পেশাল। তিনি বলেন, ২০ বছর বয়সে খেলার সময় যেমন গর্ব হত, এখনও তেমনই হয়।”