লোকসভা ভোট মিটতেই রাজ্যে নিয়োগ নিয়ে ভাবনা ! হবে Volunteer Teacher নিয়োগ !
‘শিল্প আর কর্মসংস্থানই আমার লক্ষ্য’-তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। আর কথা মতনই কাজ। লোকসভা ভোট মিটতেই ফের রাজ্যে নিয়োগ নিয়ে আসছে বড় খবর। একাধিক ক্ষেত্রে বিপুল পরিমান নিয়োগের ভাবনা রাজ্যের। ইতিমধ্যে তৈরি করা হয়েছে শূন্যপদ, এমনটাই খবর।
জানাযাচ্ছে, খুব দ্রুত তৈরি হবে ৫১৭টি নতুন পদ। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, এর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ দপ্তরে ২৭০টি, স্বরাষ্ট্রদপ্তরে ১০০ টি এবং বিদ্যালয় শিক্ষাদপ্তর ৩৫টি পদ তৈরি করা হবে। এছাড়াও অন্যান্য দপ্তরেও শূন্যপদ তৈরি করা হবে। এই পদগুলিতে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা দফতরের তরফে বিদ্যালয়ে আপাতত ৩৫ জনকে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরে ৩৫, পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৩, ঝাড়গ্রাম জেলায় ১৪ জন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ হবে Volunteer Teacher হিসাবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত মার্চ মাসের মন্ত্রিসভার বৈঠকে দমকল ও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে প্রায় দু হাজারটি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে দমকলে প্রায় ৬০০টি পদ ও রাজ্য পুলিশের তেরশোর বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা। এর মধ্যে কলকাতা পুলিশেও নতুন করে ৩৫০টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊