রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা, কবে এবং কেন?
আগামী ১ লা জুলাই চিকিৎসক দিবস। তার আগে বড় ঘোষনা রাজ্যের। ১ লা জুলাই আগামী সোমবার রাজ্যের সরকারি অফিসগুলি অর্ধদিবস ছুটি ঘোষনা করলো রাজ্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনটি পালন করা হয়। সরকার ওই দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মতো এ বছরেও ১ জুলাই রাজ্যে চিকিৎসক দিবস পালিত হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনটি পালন করা হয়। রাজ্য সরকারের অধীনে যে সমস্ত দফতর রয়েছে, সেখানে সোমবার অর্ধদিবস ছুটি থাকবে। অর্থাৎ, সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন সরকারি দফতরের কাজ চলবে।
তবে সমস্ত সরকারি অফিসগুলি অর্ধদিবস ছুটি ঘোষনা করা হলেও দুইটি দফতরের ছুটি নেই। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস-এর দফতর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর দফতর ছাড়া সকল অফিসে এই নির্দেশ বহাল হবে বলে জানানো হয়েছে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন প্রভৃতি বিবিধ কর্মসূচির মধ্যে পালিত হয় এদিন। প্রতি বছরের মতো এবছরেও চিকিৎসক দিবসের দিন অর্ধদিবস ছুটি ঘোষনা করলো রাজ্য সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊