নিশীথের পরাজয়ের পরেই বড় ভাঙন ভেটাগুড়িতে, উপপ্রধানসহ ৯ পঞ্চায়েত যোগ দিল তৃণমূলে 

Dinhata news


সিতাই

নিশীথের পরাজয়, ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ৯ বিজেপি পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। শুক্রবার সকাল ৯:৩০ নাগাদ সিতাইয়ে তৃণমূলের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি পরিচালিত ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক চন্দ্র বর্মন সহ ৯ বিজেপি পঞ্চায়েত সদস্য। 


প্রসঙ্গত গত ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেই ফলাফলে কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে পরাজিত করে জয়লাভ করে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আর নিশীথের এই পরাজয়ে বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে চলে এল। 



উল্লেখ্য বিজেপি পরিচালিত ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট ১২ জন পঞ্চায়েত সদস্য সংখ্যা রয়েছে যার মধ্যে ৯ জন পঞ্চায়েত সদস্যের আজ তৃণমূলে যোগদান করায় কার্যত গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল।