Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lataguri Murti: সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদীর পারে

Lataguri Murti: সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদীর পারে

murti river



সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদীর পারে। ব্যবসার ও ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের।

লাটাগুড়ি জঙগল পার হয়েই মূর্তি নদী। আর ডুয়ার্স মানে মানুষের আবেগ। দূর-দূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় পর্বত সবটাই ঘুরে আসে । তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হলো মূর্তি নদীর সেতু ও নদী। যা পর্যটকদের আকর্ষন বাড়িয়ে তুলে। কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে।


কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না। কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু। বর্তমানে সরকারের তরফে সেতু ভেঙ্গে নতুন ভাবে গড়ার কাজ চলছে । তাই বন্ধ রয়েছে চলাচল।


এলাকার কিছু ব্যবসায়ীরা বলেন মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ। অনেক পর্যটকদের আকর্ষণ সেই সেতু । এখানে এসে অনেক মানুষ ই ফটো শুট করেন। পর্যটকদের টানার এটি একটি মূল আকর্ষণ। তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ । তাই অন্যত্র গেলেও তেমনভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছে না । তাই পর্যটকদের ভিড় কমে গেছে । ব্যবসার ও ক্ষতি হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code