NDA Vs I.N.D.I.A. :  নীতীশ-নায়ডুকে পাশে নিয়ে চওড়া হাসি মোদির, চলছে ইন্ডিয়া জোটের বৈঠক

nda india meeting



একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নতুন সরকার গঠনের বিষয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (NDA) বৈঠক হয়েছে, অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের নেতাদের বৈঠকও হয়েছে আজ। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি-এসপি (এনসিপি-এসপি), শিবসেনা-ইউবিটি, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য সাংবিধানিক দলগুলির নেতারা খার্গের বাসভবনে জড়ো হয়েছিল।


বৈঠকে ইন্ডিয়া জোটের পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হবে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-এসপি (এনসিপি-এসপি) প্রধান শরদ পাওয়ার মঙ্গলবার নিজেই এই বৈঠকের তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, বুধবার দিল্লিতে বৈঠক করবে ইন্ডিয়া জোট।


ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা চম্পাই সোরেনও I.N.D.I.A. জোটের বৈঠকের জন্য দিল্লি পৌঁছেছেন। তিনি বলেন, ভারত জোটের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেছেন যে জেএমএম নীতীশ কুমারের সাথে কথা বলেনি।


এদিকে ভোটের ফলপ্রকাশের পর এনডিএ জোটে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ শরিকের মর্যাদা পেয়েছে জেডিইউ ও টিডিপি। এই দুই শরিকই সরকার গঠনের মূল কারিগর হয়ে উঠছে। বুধবার সকালে শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চূড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু। সূত্রের খবর, দুই দলনেতার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পর বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি।


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার রাতেই বিদায়ী মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই নৈশভোজে যোগ দেওয়ার আগে এদিন সকালেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। এনডিএ’র সব শরিকদের নিয়ে রাজধানীর ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় বৈঠক। পাশে নীতীশ ও চন্দ্রবাবুকে নিয়ে বেশ উৎফুল্ল মেজাজেই ফ্রেমে ধরা দেন মোদি। ফলে মনে করা হচ্ছে, দাবি-দাওয়া নিয়ে সংঘাতের মেঘ আপাতত কেটেছে। সূত্রের খবর, পাঁচ থেকে ছটি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নায়ডু। জেডি(ইউ) শিবিরেও নাকি হাওয়া উঠছে নীতীশই প্রধানমন্ত্রী পদের দাবিদার। পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন না জেডি(ইউ) প্রধান। এই সব দাবিদাওয়ার মধ্য থেকে সামঞ্জস্যপূর্ণ রফাসূত্র বের হওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।


সূত্রের খবর, রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রীসভার নৈশভোজ সম্পন্ন হওয়ার পর রাতেই নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। এর পর এনডিএ শরিক দলগুলির সমর্থনপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করে সরকার গঠনের দাবি জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।