নিশীথ প্রামানিকের বাড়ি সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দিল সাধারণ মানুষ জন !

house



কোচবিহারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ২৪ ঘন্টা হতে না হতেই বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি সংলগ্ন ভেটাগুড়ি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দিল সাধারণ মানুষ জন।

স্থানীয়দের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের দপ্তরে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে কর্মীরা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আসেন না এমনকি যেকোনো পরিষেবা সংক্রান্ত কাজে এলেও মেলেনা সঠিক সুরাহা। এ ব্যাপারে দীর্ঘদিন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত গুলির প্রধানকে জানিয়েও কোন লাভ না হওয়ায় শেষমেষ তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী।

অপরদিকে গ্রামবাসীদের সাথে একমত হয়ে ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকে জেতা এক পঞ্চায়েত সদস্য জানান, ভেটাগুড়ি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েত বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত রয়েছে তাদেরকে গ্রাম পঞ্চায়েতে আসতে দেওয়া হয় না এমনকি আসলেও নানান রকম হুমকি প্রদর্শন করা হয়। এছাড়াও তৃণমূল কংগ্রেস যেসব গ্রামে জিতেছে সেখানকার সাধারণ নাগরিকেরা যখন পরিষেবা নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের অফিসে আসেন সে সময়ও তাদের নানান রকম হয়রানির শিকার হতে হয়। আর সেজন্যই আজ স্থানীয় মানুষজন একজন হয়ে ভেটাগুড়ি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়।