Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা

Manoj tigga


বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন তিনি। এবছর বিজেপির টিকিটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন মনোজ টিগ্গা। আর জিতে সাংসদ হন তিনি। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। 

 

বৃহস্পতিবার দুপুরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র জমা দেন তিনি। মাদারিহাট বিধানসভা থেকে পর পর দু’বার বিধায়ক হয়েছিলেন মনোজ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মনোজ হয়েছিলেন বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক। তাঁর ইস্তফাপত্র গৃহীত হওয়ার পর বিধানসভায় খালি হল মোট ১০টি বিধায়ক পদ। 


এ বারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই করে বিধায়ক থেকে সাংসদ হয়েছেন জুন মালিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, হাজি নুরুল ইসলাম, পার্থ ভৌমিক এবং অরূপ চক্রবর্তী। তৃণমূলের এই সকল সদস্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন আগেই। ফলে ছয় আসন খালি হয়েছে লোকসভা নির্বাচনের পরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code