Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই

লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই

Om birla


ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই। এই নিয়ে দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন তিনি। সকাল ১১টা নাগাদ স্পিকার নির্বাচন হয় লোকসভায়। শুরু হয় ভোটাভুটি। আর ভোটে জিতে জয় ছিনিয়ে নিলেন ওম বিড়লাই।  


সাধারণত সকলের সমর্থনে স্পিকার পদে কে বসবেন তা সর্বসম্মতিক্রমে হয়েছে। কিন্তু ডেপুটি স্পিকার পদ ঐতিহ‌্য অনুযায়ী বিরোধী দলের থেকে হওয়ার কথা থাকলেও সেই পদ ছাড়তে নারাজ বিজেপি। আর তাই স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। 


‌এদিন ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওমই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ওমের হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি। প্রসঙ্গত ইন্ডিয়া জোট প্রার্থী কে সুরেশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code