বৃষ্টির ভ্রুকুটি! ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে কার লাভ?

Ind vs Eng


সুপার এইটের তিনটি ম্যাচেই জয় ছিনিয়ে টি২০ বিশ্বকাপের শেষ চারে জায়গা নিয়েছে ভারত। সেমি ফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। আবার অপর সেমিফাইনালে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার লড়াই। ক্রিকেট বিশ্ব এখন তাঁকিয়ে টি২০ বিশ্বকাপের দিকে।

ভারত বনাম ইংল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭শে জুন। ২৭শে জুন বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচ। স্বাভাবিক ভাবেই ম্যাচ শুরু ৩০ মিনিট আগে হবে টস। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের প্রোভিডেন্স স্টেডিয়ামে। যে দলই জিতবে সেই দল সরাসরি চলে যাবে ফাইনালে।

কিন্তু যদি বৃষ্টি হয়! জানা যাচ্ছে, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচের সময়ে গায়ানায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৮ শতাংশ। পাশাপাশি মাঠের নিকাশি ব্যবস্থাও তেমনটা উন্নত নয়। আবার দ্বিতীয় সেমিফাইনালের জন্য নেই রিজার্ভ ডে-ও। যদি খেলা না হয় তবে ফাইনালে যাবে কে? এনিয়ে চিন্তার শেষ নেই ক্রিকেট ফ্যানদের।

ভারত-ইংল্যান্ড ম্যাচটি যদি একান্তই খেলা না হয়, তাহলে ফাইনালে চলে যাবে ভারত। কারণ সুপার এইটের গ্রুপ পর্বে ইংল্যান্ডের থেকে বেশি পয়েন্ট পেয়েছে ভারত।