১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়লো ২৮.১০%, কমিশনে অভিযোগ ১৪৫০টি

Election

আজ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। সারা দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট। ডায়মন্ডহারবার, বসিরহাট, ম্থুরাপুরের মতো উল্লেখযোগ্য প্রার্থীর কেন্দ্রে আজ চলছে ভোট গ্রহণ। সকাল থেকে ভোট দিতে বুথে বুথে হাজির হয়েছে মানুষ। জানা যাচ্ছে, সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ২৮.১০%। পাশাপাশি সকাল ১১টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ২৬.৩%।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ২৮.১ শতাংশ। ভোটদানের হারে বাংলায় এগিয়ে বসিরহাটই (৩২.৫৭ শতাংশ)। তারপরই রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র (৩১.৫১ শতাংশ)। এছাড়াও মথুরাপুরে ৩০.৫ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ, বারাসতে ২৭.৮৬ শতাংশ, যাদবপুরে ২৬.৫৯ শতাংশ এবং দমদমে ২৪.৮৩ শতাংশ ভোট পড়েছে।কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হারে সমান সমান কলকাতা উত্তর এবং দক্ষিণ। দুই কেন্দ্রেউই ভোট পড়েছে ২৪.০২ শতাংশ করে।

এদিকে সপ্তম দফাতেও সকাল থেকে কমিশনে অভিযোগ জমা পড়ছে। ভোটের দিন বাংলায় সকাল ১১টা পর্যন্ত মোট ১৪৫০টি অভিযোগ জমা পড়ল কমিশনে এমনটাই খবর। এর মধ্যে বিজেপি ৭৬টি, সিপিএম ১৪২টি এবং কংগ্রেস ন’টি অভিযোগ জানিয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে ১১টা পর্যন্ত একটিও অভিযোগ জমা পড়েনি শাসকদল তৃণমূলের পক্ষ থেকে এমনটাই কিন্তু খবর।