Lionel Messi: ইন্টার থেকে ফুটবলকে বিদায় জানাবেন মেসি!
'এলএম১০'। ফুটবল বিশ্বে এখনও নজর কাড়েন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। ক্লাব ফুটবলে সাফল্যের পাশাপাশি দেশের হয়েও কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ জিতেছেন। ফের এক কোপা জয়ের উদ্দেশ্যেই মাঠে নামছে আর্জেন্তিনা (Argentina)। অনেকেই মনে করছেন এটাই মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। তাঁর অবসরও খুবই কাছে।
সম্প্রতি নিজের অবসর নিয়ে মুখ খুলেছিলেন মেসি। স্পষ্ট জানিয়ে দিলেন এখনই তাঁর ফুটবলকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমি ফুটবলকে বিদায় জানানোর জন্য এখনও তৈরি নই। গোটা জীবনই তো এই একই জিনিস করে গিয়েছি। অনুশীলন করাটা আমি উপভোগ করি।'
ইন্টার মায়ামিই (Inter Miami) তাঁর শেষ ক্লাব হতে চলেছে বলেও দাবি করেছিলেন মেসি। মেসি জানান , 'একদিন এই সবকিছু শেষ হয়ে যাবে, সব ছেড়ে দিতে হবে। এই চিন্তা, ভয়টা তো মাথায় ঘোরাফেরা করেই। তবে আমার মনে হয় ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হতে চলেছে।'
মেসি জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৮০টি ম্যাচ খেলে ফেলেছেন। তিনি ইতিমধ্যেই ১০৬টি গোল করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊