Lok Sabha Speaker: কে হবেন লোকসভার স্পিকার? জানা যাবে কবে ?
মিটে গেছে ভোট। গঠিত হয়েছে মন্ত্রীসভা। গণতন্ত্রের অপর এক উল্লেখযোগ্য পদ লোকসভার স্পিকার, কে বসবেন সেই পদে তা এখনও জানা যায়নি। তবে পিটিআই সূত্রে খবর আগামী ২৬শে জুন মিলবে এর উত্তর।
জানা গেছে, ২৬শে জুন স্পিকার নির্বাচন। ২৫শে জুনের মধ্যে স্পিকার পদে মনোনয়ন জমা করা যাবে। জানা গেছে দুপুর ১২টা পর্যন্ত লোকসভার যে কোনও সদস্য কাউকে লোকসভার স্পিকার পদের জন্য মনোনীত করে লিখিতভাবে লোকসভার সেক্রেটারি জেনারেলকে দিতে পারেন।
১৮ তয় লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে ২৪শে জুন। প্রথম ২দিন লোকসভার নতুন সদস্যদের শপথগ্রহণের জন্য নির্ধারিত রয়েছে। ২৬ জুন নির্ধারিত রয়েছে স্পিকার পদে নির্বাচনের জন্য। ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌধ অধিবেশনে ভাষণ রাখবেন।
লোকসভা নির্বাচনের পরে সরকার গঠন করেছে এনডিএ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী-সহ বাকি মন্ত্রিসভার শপথগ্রহণ হয়েছে। এখন বাকি স্পিকার পদে আর সাংসদদের শপথ গ্রহন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊