Kanchanjungha Express: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে ৮, জখম ৩০

Sealdah Kanchanjungha Express:
photo credit: Bengali Railfan



Sealdah Kanchanjungha Express: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির  ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। 

নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের আগে দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় বেলাইন পিছনের দুটি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। পুলিশের দাবি, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে।


সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে এই দুর্ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে হঠাৎই ভয়ঙ্কর আওয়াজ পান স্থানীয়রা। সেই আওয়াজ শুনেই ছুটে আসেন স্থানীয়রা। আতঙ্কগ্রস্থ যাত্রীরা নেমে আসেন। তবে এখনও অনেক যাত্রীদের আঁটকে থাকার আশঙ্কা রয়েছে।

Sealdah Kanchanjungha Express:
photo credit: Bengali Railfan

কী কারনে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি, তবে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টির কারনে উদ্ধার কাজে দেরী হচ্ছে।  যাত্রীরা আটকে পড়তে পারেন, প্রাথমিকভাবে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছচ্ছে সেখানে।


সাধারণত এই ট্রেনে পিছনের দিকে জেনারেল কামরা এবং এসি কামরাও থাকে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না বলেই খবর। ইতিমধ্যেই ফাঁসিদেওয়া থেকে আধিকারিকরা পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।