কোন এক অজানা কারণেই পুনর্নির্বাচন কাকদ্বীপের, দাবি ভোটার থেকে বিধায়কের

Repoll


নির্বাচন কমিশনারের নির্দেশে পুনরায় ভোট হল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার আরডির মহল শ্রীচৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। যার বুথ নাম্বার ২৬। গত এক তারিখে বিরোধীদের অভিযোগ ছিল ভুল এজেন্ট বসিয়েছে শাসক দল। একই সঙ্গে অভিযোগ ছিল সিসিটিভি বন্ধ ছিল, এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনার পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেন।



কমিশন পুনরায় নির্বাচনের ঘোষনা দিলেও কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা এবং ভোট দিতে আসা ভোটারদের দাবি কোন এক অজানা কারণে এই ভোট হলো। 



সকাল সাতটা থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইভিএম চেক করার জন্য ভোট পর্ব শুরু হয় ৭:২০। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এই এলাকার ভোটাররা, পুরুষ ও মহিলা ভোটাররা প্রত্যেকেই জানিয়েছেন এলাকা শান্তিপূর্ণ। এখানে কোনদিন কোন গন্ডগোল হয় না। কিন্তু কেন এই গন্ডগোল হচ্ছে তারা এখনও পর্যন্ত বুঝতে পারেনি।