Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিলীপ ঘোষের জয়ের লক্ষ্যে হোম যজ্ঞের আয়োজন পূর্ব বর্ধমানে

দিলীপ ঘোষের জয়ের লক্ষ্যে হোম যজ্ঞের আয়োজন পূর্ব বর্ধমানে

Dilip Ghosh


সঞ্জিত কুরি, পূর্ব বর্ধমান:-


বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মঙ্গল কামনায় ও জয়ের লক্ষ্যে হোম যজ্ঞের আয়োজন করা হলো।

আগামীকাল লোকসভা ভোটের ফলাফল ঘোষণা, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যকর্তাদের তরফে শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে হোম যজ্ঞের আয়োজন করা হয়। দুর্গাপুর বিধানসভার বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, দুই মাস যাবৎ আমরা প্রচার করেছিলাম লোকসভা ভোটের। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল ঘোষণা, তাই আমাদের প্রার্থী দিলীপ ঘোষের মঙ্গল কামনার্থে ও জয় যাতে দিলীপ দার পক্ষেই থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা হোম যজ্ঞের আয়োজন করি । 


বিধায়ক আরো বলেন, বাংলায় শান্তি ফিরে আসুক,খুনাখুনি বন্ধ হোক, বাংলার সমৃদ্ধি ফিরে আসুক, নির্বাচনদের সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তার সমাপ্তি ঘটুক, জয় দিলীপ ঘোষের সমর্থনে থাকুক সেই মর্মেই হোম যজ্ঞের আয়োজন।

বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, আমরা যা এক্সিট পোল দেখলাম তাতে করে বলাই যায় বিপুল জনসমর্থন পেয়ে মোদীজি আবারো প্রধানমন্ত্রী হচ্ছেন। পশ্চিমবঙ্গের ব্যাপক সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code