Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 WC RSA vs SL: লো-স্কোরিং ম্যাচ, শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

লো-স্কোরিং ম্যাচ, শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা 

RSA vs SL


বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো সাউথ আফ্রিকা। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ তম ওভারের প্রথম বলেই মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১৭ তম ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

এদিন শ্রীলঙ্কার ব্যাটি লাইন আপ ভালোমতো টিকতে পারেনি সাউথ আফ্রিকার সামনে। শ্রীলঙ্কার উইকেট কিপার সর্বোচ্চ একক স্কোর করেন। কুশল মেন্ডিস সংগ্রহ করেন ১৯ রান। ম্যাথিউস করে ১৬ ও কামিন্ডুস মেন্ডিস করে ১১। আর কোনো ব্যাটার ১০ রানের গণ্ডি টপকাতে পারেনি। ১৯.১ ওভারে ৭৭ রানে আটকে যায় শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার হয়ে রাবাডা ও মহারাজ ২টি করে উইকেট নেন। একাই চারটি উইকেট নেন নরটযে ৪টি উইকেট নেন। একটি উইকেট নেন বারথম্যান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে লো-স্করিং ম্যাচে ৭৮ রানের লক্ষ্য সহজে পউছাতে পারেনি সাউথ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডিকক ২০, মারক্রাম ১২, স্টাবস ১৩ ও ক্লাসেনের অপরাজিত ১৯ রানের ওপর ভর করেই ১৭ তম ওভারের চতুর্থ বলে লক্ষ্যে পৌঁছায় সাউথ আফ্রিকা। শ্রীলঙ্কার হয়ে হাসরাঙ্গা ২টি এবং তুসারা ও শানাক একটি করে উইকেট নেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন নরটযে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code