Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই বিশ্বরেকর্ড বুমরার

Bumrah


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় ম্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন যশপ্রীত বুমরা। ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়লেন তারকা ডানহাতি পেসার। এতদিন ভুবনেশ্বর কুমারের দখলে ছিল এই রেকর্ড। এবার থেকে সেই রেকর্ডের মালিক হয়ে গেলেন বুমরা।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজের ৩ ওভারের স্পেলে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি একটি মেডেন ওভারও দিয়েছিলেন বুমরা। আর তাতেই রেকর্ডবুকে নাম তুলে দিলেন তিনি। এই নিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১১টি মেডেন ওভার করলেন ডানহাতি পেসার।

এতদিন ১০টই মেডেল ওভার নিয়ে এই রেকর্ড ছিল ভুবেনশ্বর কুমারের দখলে। আইরিশদের বিরুদ্ধে আক্রমণে নেমে এদিন পঞ্চম ওভারে মেডেন ওভার দেন বুমেরাহ। মেডেন ওভার দিয়েই এই রেকর্ড হাসিল করে ফেললেন বুমরাহ।