Rohit Sharma: ভাঙলেন ধোনির রেকর্ড, একাধিক নজির গড়লেন রোহিত শর্মা

Rohit Sharma


শুরু হয়ে টি২০ বিশ্বকাপ। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। রোহিতের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি২০ বিশ্বকাপের আসরে বিশ্বজয়ের লড়াই শুরু করেছেন। আর সেই লড়াইয়ের প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি একাধিক নজির গড়লেন অধিনায়ক রোহিত শর্মা।

এই ম্যাচে জয়ের সাথে সাথে সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও টপকে যান রোহিত। এতদিন টি-২০ ক্রিকেটে সর্বাধিক জয়ের নিরিখে ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন এমএস ধোনি। মোট ৪২টি ম্যাচ জিতেছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে অধিনায়ক হিসেবে মোট ৪৩টি ম্যাচ জিতলেন রোহিত।

এদিন প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট (টেস্ট,ওয়ানডে এবং টি-২০) মিলিয়ে ৬০০টি ছক্কা মারার অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি ৪০০০ রান করারও নজির গড়েছেন। আইপিএলে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে দিয়েই এদিন জ্বলে উঠলেন রোহিত। ৪০০০ পূর্ণ করতে মাত্র ২৬ রানের দরকার ছিল রোহিতের। যা এদিন অনায়াসে করে ফেলেন তিনি।



আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। তিনি ৩৭ বলে ৫২ রান করে অবসৃত হন। এমন অধিনায়কোচিত ইনিংস খেলার পথে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপে ১০০০ রানের মাইলস্টোন টপকান হিটম্যান।